ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ২ প্রতীকী ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কেতায় বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত এবং দু’জন আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) শালকোট পুলিশ স্টেশনের আওতাধীন হাজারগঞ্জি বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের জানান, একটি মোটরসাইকেলে বিস্ফোরক বস্তু লাগানো ছিল। বিস্ফোরণের পর একটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বহু সদস্য ঘটনাস্থলে ছুটে এসে এলাকাটিকে ঘিরে রাখেন।

এআরওয়াই নিউজ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান কেতা এবং পেশোয়ারে রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের ওপর হামলা করার পরিকল্পনা করেছে এমন আশঙ্কায় জাতীয় কাউন্টার টেররিজম অথরিটি (এনএসিটিএ) গত ২২ অক্টোবর একটি সতর্কতা জারি করে।

পাকিস্তান সরকারের বিরোধী দল ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক পার্টির সরকার বিরোধী তৃতীয় র‍্যালি যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানেই বিস্ফোরণটি ঘটে।

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।