ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দেবেন ট্রাম্প

জাতির কাছে সামর্থ্য আর নিজের বক্তব্য তুলে ধরতে বুধবার (৪ নভেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, হোয়াইট হাউজের ইস্টরুম থেকে ডোনাল্ড ট্রাম্প রাতে এই ভাষণ দেবেন। তখনও যদি তিনি নির্বাচনে বিজয় ঘোষণা নাও হন, তবু তিনি বক্তব্য দেবেন।
 
বেশ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, যে ডেমোক্র্যাটরা ‘লাল মরীচিকা’ নামে যে কথাবার্তা বলছেন, তাতে ট্রাম্প শিবিরে এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে।  

এদিকে ডেমোক্র্যাটরা বলছেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটি ঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে নির্বাচনী ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে। লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রঙ।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ১৩১টি ইলেক্টরাল ভোট। আর এখন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৯৮ ভোট। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট। তবে পপুলার ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তিনি ভোট পেয়েছেন ৪০,৭৪০,৫৪২, আর বাইডেন পেয়েছেন ৩৮,৯২৮,২০০।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।