ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প নাকি বাইডেন, সিদ্ধান্ত ব্যাটলগ্রাউন্ড স্টেটে

শাওন সোলায়মান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
ট্রাম্প নাকি বাইডেন, সিদ্ধান্ত ব্যাটলগ্রাউন্ড স্টেটে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন

ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, কে হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি? এ বিষয়ে সিদ্ধান্ত হবে নির্বাচনের ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে বিবেচিত রাজ্যগুলোতে।

বুধবার (৪ নভেম্বর) দেশটির বেশির ভাগ রাজ্য থেকেই ফলাফল প্রকাশিত হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩৮টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে ২১৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির মোটামুটি ছয় থেকে সাতটি রাজ্যকে ভাগ্য নির্ধারণী রাজ্য হিসেবে বিবেচনা করা হয়। অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও ফ্লোরিডা। এগুলোর মধ্যে ইতোমধ্যে অ্যারিজোনা নিশ্চিত করেছেন জো বাইডেন। অন্যদিকে ফ্লোরিডায় জয় নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনাতে এগিয়ে আছেন ট্রাম্প। বড় এ দুটি রাজ্যের পাশাপাশি ৩টি ভোট থাকা আলাস্কাতেও এগিয়ে বর্তমান প্রেসিডেন্ট। তবে আশার প্রদীপ জ্বলছে বাইডেনেরও। ৬টি ইলেকটোরাল ভোট থাকা নেভাডা এবং ৪টি ভোটের হাওয়াইতে এগিয়ে আছেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

বাকি রাজ্যগুলোতে শুরু থেকেই এগিয়ে ছিলেন ট্রাম্প। তবে হঠাৎ করেই উইসকনসিনে ট্রাম্পের আধিপত্য হটিয়ে এখন এগিয়ে আছেন বাইডেন। রাজ্যটিতে ১০টি ইলেকটোরাল ভোট আছে। প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার আর ৩২টি ইলেকটোরাল ভোট।

জয়ের এতটা কাছে এসেও বাইডেনকে হেরে যেতে হবে যদি উইসকনসিনের পাশাপাশি আরও অন্তত দুটি ছোট রাজ্য তিনি জয় করতে না পারেন। সে ক্ষেত্রে উইসকনসিন এবং নেভাডার পাশাপাশি অন্তত একটি রাজ্যে ‘মিরাকল’ দেখাতে হবে বাইডেনকে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।