ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেনসিলভানিয়াতেও এগিয়ে গেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
পেনসিলভানিয়াতেও এগিয়ে গেলেন বাইডেন

দুই দিনের বেশি সময় ধরে মার্কিন নির্বাচনের ভোট গণনা চলছে। কিন্তু গণনা শেষ হতে গিয়েও যেন শেষ হচ্ছে না।

এর প্রধান কারণ পোস্টাল ভোট। ৩ নভেম্বরের পোস্টাল ভোট এখনও কেন্দ্রে এসে পৌঁছাচ্ছে। আর সেগুলো যাচাই বাছাই করে গণনা করতেই আসলে সময় চলে যাচ্ছে।

গণনা চলতে থাকা পেনসিলভানিয়া রাজ্যে শুরু থেকেই এগিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু বাংলাদেশ সময় শুক্রবার রাতে নাটকীয়ভাবে এগিয়ে গেলেন বাইডেন।

মার্কিন গণমাধ্যমের তথ্যে দেখা যাচ্ছে, সেখানে সাড়ে ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন তিনি। এ নিয়ে তিনি তিনটি রাজ্যে এগিয়ে থাকলেন।

হাড্ডাহাড্ডি লড়াই চলা এই রাজ্যে ইলেকটোরাল ভোট ২০টি।  

এরইমধ্যে প্রায় ৬৬ লাখ ভোট গণনা শেষ হয়েছে পেনসিলভানিয়ায়। পোস্টাল ভোট এখনও আসছে। পোস্টাল ভোটগুলো গণনা শুরু হতেই বাইডেন এগিয়ে যাচ্ছেন। ধারনা করা হচ্ছে, সেখানকার পোস্টাল ভোটই বাইডেনকে জিতিয়ে দেবে।  

এর আগে ট্রাম্পের দখলে থাকা জর্জিয়ায় এগিয়ে যান বাইডেন। এ রাজ্যে ইলেকটোরাল ভোট ১৬টি। এছাড়া আগে থেকেই তিনি এগিয়ে আছেন ৬ ইলেকটোরাল ভোটের নেভাদা রাজ্যে।  

পেনসিলভানিয়া ও জর্জিয়ায় যদি বাইডেন জিতে যান, তাহলে ট্রাম্পের বিদায় নিশ্চিত।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।