ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলম্বিয়ায় পুলিশ স্টেশনে হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, ফেব্রুয়ারি ২, ২০১২
কলম্বিয়ায় পুলিশ স্টেশনে হামলা, নিহত ৭

তুমাকো: কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তুমাকোতে একটি পুলিশ স্টেশনে ভয়াবহ হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭০ জন।



কলম্বিয়া রেডক্রস বৃহস্পতিবার এই হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে হতাহত সবাই পুলিশ সদস্য কি না তা নিশ্চিত করেনি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত বুধবার বিস্ফোরকবাহী একটি মোটরসাইকেল হঠাৎ করে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

এই হামলার জন্য দেশটির বামপন্থী সশস্ত্র গ্রুপ ফার্ক বিদ্রোহীদের দায়ী করছে পুলিশের কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছে, এই হামলার লক্ষ্য ছিলেন পুলিশের কমান্ডার জেনারেল জর্জ নিয়েতো রোহাস। তবে রোহাস অক্ষত রয়েছেন।

কলম্বিয়ার মধ্যে তুমাকো শহরটি মাদক চোরাচালানসহ নানা ধরনের অপরাধ কর্মের জন্য বিখ্যাত। এই শহরে এর আগে সবচে ভয়াবহ হামলাটি হয় ২০১১ সালের অক্টোবরে। এতে ১০ জন সেনা নিহত হয়। এ হামলার জন্যও ফার্ক বিদ্রোহীদের দায়ী করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।