নয়াদিল্লি: ভারতের বহুল আলোচিত ২জি দুর্নীতি মামলার রায়ে সুপ্রিমকোর্ট ১২২টি টেলিকম লাইসেন্স বাতিলের আদেশ দিয়েছেন। এই কোম্পানিগুলো লাইসেন্স পেয়েছিল ২০০৮ সালে তৎকালীন টেলিকমমন্ত্রী এ রাজার সময়।
বৃহস্পতিবার এ মামলার শুনানি শেষে আদালত এ বাতিল আদেন দেন।
তবে আদালতের এই আদেশ ভারতে বাণিজ্যখাতে আরো জটিলতা সৃষ্টি করবে বলে অনেকের আশঙ্কা।
এসব লাইসেন্সধারী কোম্পানির সংখ্যা পাঁচটি। এর মধ্যে রয়েছে- নরওয়ের টেলেনর এবং আবুধাবির এতিসালাত।
রায় ঘোষণার সময় সুপ্রিমকোর্ট বলেন, বর্তমান লাইসেন্সগুলো চার মাসের জন্য বহাল থাকবে। এই সময়ের মধ্যে সরকার এগুলোর লাইসেন্স ইস্যুর পরিষ্কার কারণ ব্যাখ্যা করবে।
আদালত আরো বলেন, ২জি দুর্নীতি মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমকেও দোষী সাব্যস্ত করার জন্য জনতা পার্টির প্রধান সুব্রাহ্মনিয়ান স্বামীর করা আবেদন বিচারিক আদালত বিবেচনা করবেন।
সুব্রাহ্মনিয়ান আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২