ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে এবার টিম আন্নাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, জানুয়ারি ২১, ২০১২
ভারতে এবার টিম আন্নাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

দেরাদুন: ভারতে দুর্নীতি বিরোধী গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের অনুচরদের নিয়ে গঠিত টিম আন্নাকে লক্ষ্য করে শনিবার জুতা নিক্ষেপের চেষ্টা করার সময় এক যুবকেকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, যুবকের নাম কিষাণ লাল (৩৫)।

তিনি দেরাদুনের প্রেমনগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার প্রভু ভেনকটেশ্বর হলে একটি সভায় অরবিন্দ কিজরিওয়ালা, মানিস সিসুদিয়া এবং কিরণ বেদি বক্তৃতা করার সময় ওই যুবক তাদের লক্ষ্য করে জুতা নিক্ষেপের চেষ্টা করেন।

তবে দেরাদুনের এসএসপি জিএম গোস্বামি জুতা নিক্ষেপের ঘটনা স্বীকার করলেও এর লক্ষ্য টিম আন্না ছিল এই কথা মিডিয়ার কাছে অস্বীকার করেছেন।

গোস্বামি বলেন, ‘নিক্ষেপের আগেই আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি’।

তবে সভায় উপস্থিত দর্শকদের অনেকে দাবি করেছে, কিষাণ লাল টিম আন্নাকে লক্ষ্য করেই জুতা নিক্ষেপ করেছেন। তবে যাকে উদ্দেশ করে মেরেছিলেন তা লক্ষ্য ভ্রষ্ট হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।