জুবা: তেল রপ্তানির রাজস্ব বণ্টন নিয়ে সুদানের সঙ্গে সৃষ্ট বিবাদের প্রেক্ষিতে তেল উৎপাদন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দক্ষিণ সুদান।
গত বছরের এপ্রিলে গণভোটের মাধ্যমে আফ্রিকার দেশ সুদান ভেঙে নতুন দেশ দক্ষিণ সুদানের জন্ম হলেও দেশ দু’টির মধ্যে তেল উৎপাদনের রাজস্ব বণ্টনের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে।
তার জেরেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মারিয়াল বার্নাবা বেনজামিন সংবাদ মাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভা তেল উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত কার্যকর হতে দুই সপ্তাহ সময় লাগবে।
এদিকে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল ওবেইদ মোরওয়াহ এর প্রতিক্রিয়ায় বলেছেন, দক্ষিণ সুদানি কর্তৃপক্ষ তাদের মর্জিমাফিক পদক্ষেপ নিতে পারে। তবে এই সিদ্ধান্তে দক্ষিণ সুদানই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন তিনি ।
প্রসঙ্গত, বেশিরভাগ তেল দক্ষিণ সুদান অংশে উৎপাদিত হলেও তেল পরিবহন এবং পরিশোধনের অবকাঠামোগুলো মূলত সুদানে অবস্থিত।
সুদানি কর্তৃপক্ষের অভিযোগ, দক্ষিণ সুদানিরা তাদের অবকাঠামো এবং বন্দর ব্যবহার করে তেল রপ্তানি করলেও তারা তাদের প্রাপ্য রাজস্ব দিচ্ছে না।
তবে দুই পক্ষই বর্তমানে ইথিওপিয়ায় অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যম। আলোচনা চলার মধ্যেই দক্ষিণ সুদানের এই হুমকি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে উভয় দেশের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন বিবদমান দুই পক্ষকেই বিবাদ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ সুদানকে তেল রপ্তানির জন্য উত্তরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় কারণ দেশটির নিজস্ব কোনো পরিশোধনাগার নেই।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২