ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৪ কারাবন্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জানুয়ারি ২১, ২০১২
সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৪ কারাবন্দি নিহত

দামেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পথিমধ্যে বন্দিদের বহনকারী একটি যানের কাছে দু’টি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

শনিবার এমন সময় এই ঘটনা ঘটল যখন সিরিয়ার সেনা বাহিনী দেশটির বিভিন্ন প্রান্তে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে।

অন্য দিকে আরব লিগ পর্যবেক্ষক দলকে আরো বেশি দিন সেখানে রাখার পক্ষে কথা বলছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, একটি ‘সন্ত্রাসী গ্রুপ’ ইদলিব এবং আরিয়া শহরের মাঝপথে দু’টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সে সময় ওই পথে যাওয়া কারাবন্দিদের বহরকারী একটি গাড়ি হামলার কবলে পড়ে। এতে ১৪ জন বন্দি নিহত হয়েছে। আহত হয়েছে ২৬ জন। ছয় জন পুলিশ গার্ডও আহত হয়েছে যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে আরব লিগ সিরিয়াতে তাদের পর্যবেক্ষণ মিশন আরো দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে। যদিও সিরিয়াতে সরকার বিরোধী বিক্ষোভে রক্তপাত বন্ধের ব্যাপারে কৌশল নির্ধারণে আরব বিশ্ব বা বাকি বিশ্ব এখনও একমত হতে পারেনি।

ব্রিটেন ভিত্তিক সিরীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার হিসাব মতে ১০ মাস ধরে চলা প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভ সহিংসতায় এ যাবত সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। শনিবারের ঘটনায় মৃতের সংখ্যা ১৫ জন বলে দাবি করছে তারা।

এদিকে একই দিন ইদলিব প্রদেশের অন্য একটি স্থানে বিদ্রোহী সেনাদের সঙ্গে সেনা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বাবোলিন গ্রামের কাছে তিন সেনার মৃতদেহ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে।

অপরদিকে লেবানিজ-সিরীয় উপকূলে একটি লেবানিজ মাছধরা নৌকা জব্দ করেছে সিরীয় বাহিনী। তারা ওই নৌকার এক জেলেকে মেরে ফেলেছে বলে জানিয়েছেন নিহতের বাবা।

তবে সেনা বাহিনী কেন ওই নৌকা আটক করল আর জেলেকে  কেন হত্যা করল তা পরিষ্কার নয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।