ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেইজিংয়ের বাতাস দূষিত, স্বীকার করল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, জানুয়ারি ২১, ২০১২
বেইজিংয়ের বাতাস দূষিত, স্বীকার করল কর্তৃপক্ষ

বেইজিং: রাজধানী বেইজিংয়ের বায়ুর মানের ওপর আরও বিস্তারিত তথ্য জন সমক্ষে প্রকাশ করেছে চীন। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ মহানগরী বেইজিংয়ে বায়ু দূষণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই তথ্য প্রকাশ করা হলো।



বায়ু দূষণকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীবাসীর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বেইজিং কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এর আগে বায়ুতে ১০ মাইক্রন (এক মিটারের ১০ লাখ ভাগের এক ভাগ) আয়তনের  ক্ষতিকর বস্তুকণার পিএম-১০ রিপোর্ট প্রকাশ করেছে।

কিন্তু শনিবার তারা বাতাসে ২.৫ মাইক্রন আয়তনের বস্তু কণার উপস্থিতির হারের পিএম-২.৫ তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। এতে স্পষ্ট যে, বেইজিংয়ের বাতাস দূষিত। বাতাসে বিদ্যমান এই ক্ষুদ্র কণাগুলো মানুষের ফুসফুসের গভীরে প্রবেশ করে দীর্ঘস্থায়ী ক্ষতি করতে সক্ষম।

এর মাধ্যমে কর্তৃপক্ষ কার্যত নগরীর বায়ু দূষণের হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে নিল।

প্রসঙ্গত, বেইজিংয়ে মার্কিন দূতাবাস তাদের ছাদে বায়ু দূষণ পরিমাপক যন্ত্র বসিয়েছে। টুইটারের মাধ্যমে তারা এ সংক্রান্ত তথ্য প্রতি ঘণ্টায় প্রকাশ করে থাকে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই মার্কিন দূতাবাসের তথ্য আর বেইজিং কর্তৃপক্ষের তথ্যে বিস্তর ফারাক থাকে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।