ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাউথ ক্যারোলিনা প্রাইমারিতে বিজয়ী গিংগ্রিচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, জানুয়ারি ২২, ২০১২
সাউথ ক্যারোলিনা প্রাইমারিতে বিজয়ী গিংগ্রিচ

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মনোয়নের দৌড়ে এবার সামনের দিকে এগিয়ে গেলেন নিউট গিংগ্রিচ।

তিনি সাউথ ক্যারোলিনা রাজ্যের রিপাবলিকান দলের প্রার্থী বাছাই নির্বাচনে অন্যান্য শক্তিশালী প্রার্থীদের পেছনে ফেলে জয়লাভ করেন।



তবে তার এই সাফল্যের উল্লেখযোগ্য দিক হলো, প্রার্থী বাছাইয়ে তিনি পেছনে ফেলেন মনোয়ন দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল প্রতিযোগী মিট রমনিকে।

এতদিন পর্যন্ত মিট রমনিকেই মনে করা হতো নভেম্বরের নির্বাচনে বারাক ওবামার বিরুদ্ধে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী।

সাউথ ক্যারোলিনা প্রাইমারিতে মার্কিন কংগ্রেসের নিম্মকক্ষের সাবেক রিপাবলিকান দলীয় স্পিকার গিংগ্রিচ সমর্থকদের মোট ভোটের প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন বলে জানায় সংবাদ মাধ্যম।
 
সাউথ ক্যারোলিনার গ্রিনভিলে শনিবারের বিজয়উত্তর র‌্যালিতে গিংগ্রিচ তার প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে বলেন তারা ওবামার বিপরীতে লড়াইয়ের আগেই নুয়ে পড়েছেন।

তিনি এর আগে বারাক ওবামাকে মৌলবাদী অভিহিত করে সমালোচনা করে বলেন, ওবামা যুক্তরাষ্ট্রকে ইউরোপিয়ান স্টাইলের কল্যানমূলক রাষ্ট্রে পরিণত করতে চান।

‘যদি বারাক ওবামা আবারও নির্বাচিত হতে পারে তবে চিন্তা করুন দ্বিতীয় মেয়াদে ওবামা কেমন মৌলবাদী হবেন। ’ তার সমর্থকদের দিকে এ ভাবেই প্রশ্ন ছুড়ে দেন গিংগ্রিচ। সমর্থকরা এ সময় ব্যাপক হর্ষধ্বনির মাধ্যমে তার বক্তব্যকে সমর্থন জানায়।

যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত তিনটি রিপাবলিকান দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে।

জানুয়ারি তিন তারিখে অনুষ্ঠিত প্রথম লোয়া ককাস প্রাইমারিতে জয়লাভ করেন পেনসিলভানিয়া থেকে নির্বাচিত সাবেক সিনেটর রিক স্যানটোরাম।

জানুয়ারির দশ তারিখে অনুষ্ঠিত নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে জয়লাভ করেন ম্যাসাচুসেটস এর সাবেক গভর্নর মিট রমনী, এবং সর্বশেষ সাইথ ক্যারোলিনার প্রাইমারিতে জয়লাভ করলেন নিউট গিংগ্রিচ।

তিনটি ভিন্ন প্রাইমারিতে তিন জন ভিন্ন প্রার্থী জয়লাভ করার ঘটনা ভবিষ্যতে রিপাবলিকানদের মনোয়ন যুদ্ধকে আরও  জমিয়ে দিতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।