ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কোস্টা কনকর্ডিয়া থেকে আরও এক লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জানুয়ারি ২২, ২০১২
কোস্টা কনকর্ডিয়া থেকে আরও এক লাশ উদ্ধার

রোম: ইতালির ডুবে যাওয়া জাহাজের ভেতর থেকে আরও এক আরোহীর লাশ উদ্ধার করলো উদ্ধার কর্মীরা। গত সপ্তাহে সংঘটিত এই চাঞ্চল্যকর প্রমোদতরী ডুবির ঘটনায় মৃতের সংখ্যা উন্নীত হলো ১২ তে।



উদ্ধার করা মৃতদেহটি একজন মহিলার বলে সংবাদ মাধ্যম জানায়। উদ্ধারকারী ডুবুরীরা ডুবে যাওয়া জাহাজ কোস্টা কনকর্ডিয়ার চতুর্থ ডেক থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পরনে লাইফজ্যাকেট ছিল।

তবে এই মৃতদেহ সনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে বলে জানায় কর্তৃপক্ষ। সমুদ্রের পানিতে সপ্তাহ ব্যাপী ডুবে থাকার কারণে মৃতদেহটি বিকৃত হয়ে গেছে বলে জানায় তারা।

জাহাজটির আরোহীদের মধ্যে এখনও ২০ জন নিখোঁজ বলে জানায় কর্তৃপক্ষ। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে যাত্রী এবং ক্রসহ প্রায় ৪ হাজার ২ শ জন আরোহী ছিল।

গত ১৩ জানুয়ারি ইতালির তুসকানি’র গিগলিও দ্বীপের উপকূলে অগভীর সমুদ্রে ডুবো পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় ইউরোপের সবচেয়ে বড় এবং বিলাসবহুল বলে খ্যাত প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।