ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাজস্থান পুলিশকে অভিযুক্ত করলেন রুশদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জানুয়ারি ২২, ২০১২
রাজস্থান পুলিশকে অভিযুক্ত করলেন রুশদি

জয়পুর: শেষমেষ রাজস্থান পুলিশকেই অভিযুক্ত করলেন বিতর্কিত ভারতীয় বংশোদ্ভুত লেখক সালমান রুশদি। রোববার রুশদি রাজস্থান পুলিশের বিরুদ্ধে এই অভিযোগের তীর ছুড়ে দেন।



রুশদির দাবি অনুযায়ী, ‘আমাকে জয়পুরের সাহিত্য উৎসবে যোগদান থেকে বিরত রাখতেই এরকম করেছে রাজস্থান পুলিশ। রুশদি উৎসবে আসলে আমাকে হত্যা করা হবে, মুম্বাই আন্ডারগ্রাউন্ড থেকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে রাজস্থান পুলিশ আমাকে জানায়। ’

আমি তদন্ত করে দেখেছি এবং আমার বিশ্বাস তারা আমার সঙ্গে মিথ্যা বলেছে। আমি প্রচণ্ড রাগান্বিত অনুভব করছি বলেও রুশদি তার টুইট বার্তায় জানান।

সালমান রুশদি তার লেখা ‘দ্য স্যাটানিক ভার্স’ গ্রন্থটির জন্য মুসলিম ধর্মাবলম্বীদের কাছে ব্যাপক সমালোচিত। ইরানের তৎকালীন নেতা আয়াতুল্লাহ খোমেনি তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন। এরপর থেকেই মূলত রুশদি একপ্রকার পালাতক জীবন যাপন করে আসছেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

রুশদির এই অভিযোগের ব্যাপারে এবং মুম্বাইয়ের আন্ডারগ্রাউন্ড বিষয়েও কোনো প্রকার কথা বলতে রাজি হয়নি রাজস্থান পুলিশ।
 
গেল শুক্রবার রুশদি তার জয়পুর সফর বাতিল করেন। গোয়েন্দা সূত্র তাকে হত্যা করা হবে বলে জানানোর পরই তিনি তার সফর বাতিল করেছেন বলেও তিনি জানিয়েছিলেন তখন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।