কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গে গত পাঁচ দিনে অন্তত ২৬ শিশুর মৃত্যু হয়েছে। রোববার পশ্চিমবঙ্গ সরকার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
উত্তর কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দূরবর্তী রাষ্ট্রায়াত্ব মালদা হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য সেবায় অবহেলার দাবি তুলেছেন রোগিদের আত্মীয়-স্বজনরা। স্বাস্থ্য কর্মকর্তাদের অবহেলার কারণেই অসুস্থ শিশুরা মারা গিয়েছে বলে তারা জানায়।
তবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সেবাখাতের পরিচালক বিশ্বাস রঞ্জন সৎপাঠি ফোন মারফত একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, ‘রোববারও আরও দুইজন শিশু মারা গিয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ২৬ জনে। এদের বেশিরভাগই কম ওজনের এবং জন্মগত ভাবেই এরা শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলো। ’
সৎপাঠি আরও জানান, ‘বিভিন্ন জেলা এবং বিহার ও ঝাড়খন্ড থেকে রোগিরা মালদা হাসপাতালে আসেন। হাসপাতালটির বেড সংখ্যা ৬০। রোগির তুলনায় এই সংখ্যা অপর্যাপ্ত। গত তিনমাসে ১৪ হাজারেরও বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এতো বেশি সংখ্যায় শিশুদের চিকিৎসা দেওয়ার সামর্থ হাসপাতালটির নেই। ’
এর আগে গত বছরের জুন মাসে মাত্র ৩৬ ঘণ্টায় ১৭ জন শিশু মারা যায় কলকাতায়। শিশু মৃত্যুর এই হার পশ্চিমবঙ্গের নিম্নমানের স্বাস্থ্যসেবার অবস্থা তুলে ধরে বলে অনেকেই মনে করছেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২