কলম্বো: বিদেশি মুসলিম ধর্মীয় নেতাদের ১৬১ জনের একটি দলকে শ্রীলংকা ছাড়তে বলেছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার দেশটির কর্মকতারা সংবাদ মাধ্যমকে জানায়, অভিবাসন আইন ভঙ্গ করে এই ব্যক্তিরা ধর্ম প্রচারের কাজে লিপ্ত থাকার কারণে তাদের ভিসা বাতিল করা হয়েছে।
বহিষ্কৃত হতে যাওয়া ধর্মীয় নেতারা শ্রীলংকায় পর্যটন ভিসায় প্রবেশ করে। দলটির অধিকাংশই পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ এবং আরবীয় নাগরিক বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের শ্রীলংকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রীলংকার অভিবাসন কর্মকতা চুলানন্দা পেরেরা এ ব্যাপারে বলেন, পর্যটন ভিসায় এসে ধর্ম প্রচার করা অভিবাসন আইনের লঙ্ঘন।
তবে যদি বিদেশি ধর্ম প্রচারকেরা শ্রীলংকায় ইসলাম প্রচার করতে চায় তবে ধর্ম সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে আবেদনের মাধ্যমে তাদের অনুমতি নিতে হবে বলে জানান তিনি।
তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত এই গ্রুপটি গত ডিসেম্বরে শ্রীলংকায় প্রবেশ করে বলে জানায় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২