কাঠমান্ডু: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন সার্কের মহাসচিব ধিয়ানা সাইদ পদত্যাগপত্র পেশ করেছেন। মালদ্বীপ সরকারের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের ব্যাপারে ব্যক্তিগত মত দেওয়ার অভিযোগ উঠার পর রোববার তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
কাঠমান্ডুতে সার্কের একজন সচিবালয় কর্মকর্তা জানিয়েছেন, মালদ্বীপের নাগরিক ধিয়ানা তার পদত্যাগপত্র মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও সার্কের মন্ত্রিপরিষদের চেয়ারম্যান আহমেদ নাসিমের কাছে পেশ করেছেন।
অবশ্য সচিবালয়ের মুখপাত্র নেপালে সার্কের পরিচালক নিরঞ্জন মান সিং বাসনিয়াত জানিয়েছেন, মহাসচিবের পদত্যাগপত্র দেওয়ার খবর মালদ্বীপ সরকার তাদের এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি।
তিনি বলেন, ‘আগামী সোমবার অফিস খুললে বিষয়টি পরিষ্কার হবে। ’
সার্কের ২৬ বছরের ইতিহাসে মেয়াদ শেষের আগেই কোনো মহাসচিবের পদত্যাগপত্র দেওয়ার ঘটনা এই প্রথম।
ধিয়ানা ২০১১ সালের ১ মার্চ তিন বছরের জন্য সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব পান। সার্কের প্রথম নারী মহাসচিব তিনি।
মালদ্বীপের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, পার্লামেন্টের বিরোধী আইন প্রণেতাদের আয়োজনে সরকারের নিন্দাজ্ঞাপক একটি সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কারণে ধিয়ানা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের রোষে পড়েন।
সম্প্রতি মালদ্বীপের নিরাপত্তা বাহিনী দেশটির প্রধান ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লা মোহামেদ এবং শীর্ষ স্থানীয় বিরোধী নেতাদের আটক করে। এর নিন্দা জানাতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানে ধিয়ানা সরকারের এই পদেক্ষেপের সমালোচনা করেন।
এর পরেই মালদ্বীপের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি মোহাম্মদ জহির অভিযোগ করেন, ধীয়ানা টেলিভিশনে তার ব্যক্তিগত মত দিয়েছেন। এটা পরিষ্কারভাবে সার্ক সনদের পরিপন্থী।
উল্লেখ্য, সার্ক সনদ অনুযায়ী এর কর্মকর্তাদের কোনো সার্ক সদস্য দেশের সরকার বা নিজ দেশের সরকারের ব্যাপারে ব্যক্তিগত মতামত দেওয়া নিয়ম বহির্ভূত।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২