জাকার্তা: মাত্র ১০ বছরের একটি শিশুকে জ্যান্ত খেয়ে ফেলছে কুমির আর অসহায় বাবা বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলেন, কিছুই করতে পারলেন না। এর থেকে হৃদয় বিদারক দৃশ্য আর কী হতে পারে!
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার একটি নদীতে।
স্থানীয় জেলা কর্মকর্তা ভিক্তর মাদো ওয়াতোন জানান, পূর্ব নুসাতেনগারা প্রদেশের অধিবাসী মেয়েটি বাবা ও ভাইয়ের সঙ্গে নদীতে কচ্ছপ ধরতে নেমে কুমিরের কবলে পড়ে।
এর কয়েক ঘণ্টা পরে মেয়েটির পরনের কাপড়ের কয়েক টুকরা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায়নি।
মাদো ওয়াতোন আরো জানান, কুমির যখন মেয়েটিকে আক্রমণ করে তখন বাবা মাত্র কয়েক মিটার দুরেই ছিলেন। অসহায়ভাবে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি তিনি।
একই নদীতে এক মাস আগেও একটি বালককে কুমির টেনে নিয়ে গেছে স্থানীয়রা জানিয়েছে। এছাড়া এই গ্রামবাসীরা কুমিরের উপদ্রবে অতিষ্ট। প্রায়ই কুমিরের পেটে যায় তাদের গবাদিপশু।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২