কলকাতা: ভারতের কলকাতায় একটি বস্তিতে রোববার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ঝুপরি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সন্ধ্যা ৬টায় আগুনের সূত্রপাত হলেও কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
পূর্ব কোলকাতার কালিকাপুরের ইএম বাইপাস এলাকার ওই ঘটনায় দমকল বাহিনীর ২০টি গাড়ি নিয়ে দমকল কর্মীরা আগুন নেভানোর প্রচেষ্টা চালান। এখনও কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শত শত মানুষ হতদরিদ্র মানুষ আশ্রয়হীন হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দমকল কর্মকর্তারা জানান, প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত এবং বাসাবাড়ি ও কারখানার গ্যাস সিলিন্ডারগুলো একর পর এক বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান জানান, এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কালিকাপুর ও আশপাশের এলাকার সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
আগুন নেভানোর কাজে স্থানীয় জনগণ দমকল কর্মীদের সঙ্গে যোগ দেন। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের এলাকায় পুলিশ নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২