ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মনিপুর রাজ্যের স্পিকারের বাসভবনে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, জানুয়ারি ২২, ২০১২
মনিপুর রাজ্যের স্পিকারের বাসভবনে বিস্ফোরণ, নিহত ১

ইম্ফল: ভারতের মনিপুর রাজ্যের স্পিকারের বাসভবনের ভেতর এক ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো একজন।

আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্পিকার হেমোচন্দ্রের বাসভবনের ভেতরে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ
ঘটানো হয়েছে। তিনি অবশ্য সে সময় বাসায় ছিলেন না। এ সময় হেমোচন্দ্র তার নির্বাচনী এলাকা শিংজামেইতে ছিলেন।

স্পিকারের বাসভবনের সামনে আরেকটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সেটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

উল্লেখ্য, মনিপুরের কিছু আন্ডারগ্রাউন্ট সংগঠন মনিপুর কংগ্রেসকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। আসন্ন আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রার্থীদেরও নানাভাবে হুমকি দিচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।