ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব লীগের দেওয়া রোডম্যাপ প্রত্যাখ্যান সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, জানুয়ারি ২৩, ২০১২
আরব লীগের দেওয়া রোডম্যাপ প্রত্যাখ্যান সিরিয়ার

দামেস্ক: আরব লীগের দেওয়া আসাদের ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত রোডম্যাপ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। আসাদ তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন এক প্রস্তাব দেওয়া হয় জাতীয় পরিষদের কাছে আরব লীগ মারফত।

সোমবার সিরিয়া এ প্রস্তাব বাতিল করা হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, ‘আরব লীগ তাড়াতাড়ি নির্বাচন এবং সরকারকে সংঘবদ্ধ করার যে পরিকল্পনা দিয়েছে তা সিরিয়ার সার্বভৌমত্বে ওপর আক্রমন। এটা অনেকটা আমাদের অভ্যন্তরীন বিষয়ে তাদের গর্হিত অনধিকারচর্চা। ’
 
আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অবশ্য রোববার এই রাজনৈতিক রোডম্যাপকে স্বীকৃতি জানিয়েছেন। তাদের মতে, এর ফলে সিরিয়ার আসাদ সরকার তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং সরকারকে ঐক্যবদ্ধ করতে সময়ের আগেই প্রেসিডেন্ট নির্বাচন ও সংসদীয় নির্বাচন দেবে।

কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জশিম আল তাহানি কায়রোতে এক সংবাদ সম্মেলনে জানান, আরব লীগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হয়ে পদক্ষেপ গ্রহন করবে।

কায়রোর ওই আলোচনা সভার শুরুতেই সৌদি আরব আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেন। কারণ হিসেবে তারা জানায়, সিরিয়াতে চলমান বিগত দশ মাসের রক্ষক্ষয়ী সংঘর্ষ পর্যবেক্ষনে আরব লীগ দল ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।