ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিন দশকের মধ্যে প্রথম রৌদ্রজ্জ্বল অভিষেক অনুষ্ঠান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
তিন দশকের মধ্যে প্রথম রৌদ্রজ্জ্বল অভিষেক অনুষ্ঠান! ছবি: সংগৃহীত

তিন দশক আগে বিল ক্লিনটন যখন প্রথমবার শপথ নিয়েছিলেন এরপর থেকে এটিই হতে যাচ্ছে প্রথম রৌদ্রজ্জ্বল অভিষেক অনুষ্ঠান! এখন পর্যন্ত আবহাওয়া অন্তত তাই বলছে।

বুধবার (২০ জানুয়ারি) সিএনএন এমন তথ্য জানায়।

খবরে বলা হয়, তিন দশক আগে বিল ক্লিনটন যখন প্রথমবার শপথ নিয়েছিলেন এরপর থেকে এটিই হতে যাচ্ছে প্রথম রৌদ্রজ্জ্বল অভিষেক দিন।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এদিন দপুরের তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রির কাছাকাছি। আংশিক থেকে বেশিরভাগই ক্ষেত্রেই আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল। শপথ অনুষ্ঠানের সময় ৩৪ থেকে ৪০ এমপিএইচ গতিতে বাতাস প্রবাহিত হবে।

সর্বশেষ ৭ অভিষেক অনুষ্ঠানের দুপুরে যেমন ছিল আবহাওয়া

২০১৭ সালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান: এদিন দপুরের তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি। আকাশ ছিল মেঘলা, হালকা বৃষ্টিও হয়েছিল সেদিন।

২০১৩ সালে ওবামার অভিষেক অনুষ্ঠান: এদিন দুপুরের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি। তবে আকাশ ছিল মেঘলা।

২০০৯ সালে ওবামার অভিষেক অনুষ্ঠান: এদিনের তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। আকাশে ছিল মেঘের অধিপত্য।

২০০৫ সালে জর্জ ডব্লিউ বুশের অভিষেক অনুষ্ঠান: অধিকাংশ সময় আকাশ ছিল মেঘলা। এদিন দুপুরের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি।

২০০১ সালে জর্জ জর্জ ডব্লিউ বুশের অভিষেক অনুষ্ঠান: এদিন ছিল প্রচণ্ড শীত এবং কুয়াশাচ্ছন্ন দিন। দুপুরের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি।

১৯৯৭ সালে বিল ক্লিনটনের অভিষেক অনুষ্ঠান: এদিন দুপুরের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। আকাশ ছিল মেঘলা।

১৯৯৩ সালে বিল ক্লিনটনের অভিষেক অনুষ্ঠান: আকাশ ছিল ঝকঝকে। এদিন দুপুরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।