ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ১৮২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২২, জানুয়ারি ২১, ২০২১
যুক্তরাজ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ১৮২০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দেশটিতে করোনায় মারা গেছে ১৮২০ জন।

এর আগের দিনও দেশটিতে রেকর্ডসংখ্যক তথা ১৬১০ জন মানুষ করোনায় মারা যায়।  

প্রতিদিনই যেন আগের দিনের রেকর্ড ভাঙছে। দ্য মিরর ডট কো ডট ইউকের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ৯৩ হাজার ২৯০ জন। এর মধ্যে গত সাত দিনেই মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। এখন বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুহার যুক্তরাজ্যে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৫ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৫১৯ জন।  

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।