ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছবিতে বাইডেন-কমলার শপথ অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ছবিতে বাইডেন-কমলার শপথ অনুষ্ঠান

ঢাকা: যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।
শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস।


বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় ১১টা ৪৮ মিনিটে নিজ পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলে হাত রেখে শপথ নেন বাইডেন। ছবিতে প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠান।
শপথ ‍অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে অতিথিদের একাংশ।
শপথ নেওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।
প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দিকে যাচ্ছেন জো বাইডেন। এসময় পাশে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ অন্যরা হাট ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হোয়াইট হাউস বারান্দা থেকে আতশবাজি দেখেছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
শপথ অনুষ্ঠানে জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন এবং কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস এমহফ।
শপথ অনুষ্ঠানে ঝলক ছড়াচ্ছেন আমেরিকার খ্যাতিমান সঙ্গীতশিল্পী লেডি গাগা।
বর্ণিল আতশবাজির ঝলকানিতে রাতের হোয়াইট হাউস

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।