ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাড়া জাগিয়েছে জম্মু-কাশ্মীরের স্নো রাগবি চ্যাম্পিয়নশিপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
সাড়া জাগিয়েছে জম্মু-কাশ্মীরের স্নো রাগবি চ্যাম্পিয়নশিপ

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের স্নো রাগবি চ্যাম্পিয়নশিপ বিশেষ সাড়া পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

জম্মু ও কাশ্মীরের বুদগামের ধার্মুনা জেলায় অনুষ্ঠিত এ রাগবি প্রতিযোগিতায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলার তরুণরা অংশ নেন।

এদের মধ্যে বুদগাম, পুলাওয়ামা, অনন্তনাগ, কুপওয়ারা, বারমুল্লাসহ বেশ কয়েকটি দল উল্লেখযোগ্য।

গত বছরের ডিসেম্বর থেকে এ অঞ্চলে তুষার পড়তে শুরু করলে কাশ্মীরের বেশিরভাগ বাসিন্দার সময় কাটছে এখন ঘরে বসে। তবে এই রাগবি প্রতিযোগিতাকে ঘিরে আনন্দে মেতে উঠে স্থানীয় বাসিন্দা ও ক্রীড়ামোদীরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া এক তরুণ জানান, এই অঞ্চলে ক্রীড়াঙ্গনে বেশ উন্নতি হয়েছে। কাশ্মীরের তরুণরা খেলাধুলা ভালোবাসে। সরকারও ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। এ অঞ্চল থেকে ক্রীড়াতারকারা বেরিয়ে আসবে বলেই আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।