ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের বন্দর উন্নয়নে ক্রেন পাঠালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ইরানের বন্দর উন্নয়নে ক্রেন পাঠালো ভারত

ইরানের চাবাহার বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ক্রেনসহ ভারি সরঞ্জামাদি পাঠিয়েছে ভারত। যার আর্থিক মূল্য ৮.৫ মিলিয়ন ডলার।

হিন্দুস্থান টাইমসের বরাত দিয়ে দ্য ফ্রন্টিয়ার পোস্ট সম্প্রতি এ খবর প্রকাশ করেছে।

মধ্য এশিয়ার বাজারে প্রবেশের জন্য কৌশলগত সংযোগ প্রকল্পে ভারতের অঙ্গীকারের নিদর্শনস্বরূপ এসব সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব সরঞ্জাম চাবাহার বন্দরের ভারত পরিচালিত শহীদ বেহেশতি টার্মিনালে স্থাপন করা হবে। ইরানের পোর্ট ও মেরিন সার্ভিস কোম্পানির সঙ্গে এ বিষয়ে ২০১৬ সালের মে মাসে ১০ বছরের চুক্তি করে ভারত।

ইরানের বন্দরে লোড ও আনলোডে ব্যবহারের জন্য পাঠানো এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ১৪০ মেট্রিক টনের দুটি হারবার ক্রেন। এ দুটি ক্রেন ইতালির একটি কোম্পানি থেকে ক্রয় করা হয়েছে। ওই কোম্পানি থেকে মোট ছয়টি ক্রেন ক্রয় করবে ভারত।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।