ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেন-বরিস ফোনালাপে দু’দেশের সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
বাইডেন-বরিস ফোনালাপে দু’দেশের সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর তাকে প্রথম বারের মতো ফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।  

রোববার (২৪ জানুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, ফোনালাপে জো বাইডেনকে অভিনন্দন জানানোসহ দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা।

বরিস জনসন টুইট বার্তায় জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তারা ফোনালাপ ছিল বিশেষ মুহূর্ত। এতে দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আমি জোর দিয়েছি, যেন দুই দেশ করোনা থেকে টেকসইভাবে পরিত্রাণ পেতে পারি এবং সম্পর্ক আরও মজবুত হতে পারে।

ফোনালাপে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসা, ন্যাটো জোট এবং একই মূল্যবোধের ভিত্তিতে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করতে সম্মত হয়েছেন দুই নেতা। তারা উভয় দেশের মুক্ত বাণিজ্যের বিষয়েও কথা বলেছেন।

স্থানীয় সময় শুক্রবার বাইডেনকে ফোন করেন বরিস জনসন। এর মাধ্যমে ইউরোপিয়ান প্রথম নেতা হিসেবে তিনি বাইডেনকে ফোন করলেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।