ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে সোনার খনি থেকে ২ সপ্তাহ পর জীবিত উদ্ধার ১০ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, জানুয়ারি ২৫, ২০২১
চীনে সোনার খনি থেকে ২ সপ্তাহ পর জীবিত উদ্ধার ১০ শ্রমিক প্রথম উদ্ধার হওয়া শ্রমিক

গত ১০ জানুয়ারি চীনের শানদং প্রদেশের হুশান সোনার খনিতে বিস্ফোরণে ভূগর্ভে আটকে পড়েছিলেন ২২ জন শ্রমিক। দু’সপ্তাহব্যাপী উদ্ধার অভিযানের পর তাদের ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।

বিস্ফোরণে খনিতে প্রবেশ করার সুড়ঙ্গ ধসে যাওয়ায় মাটির কয়েকশ’ মিটার নিচে আটকে পড়েন ওইসব শ্রমিক। টিভি ফুটেজে প্রথম উদ্ধার হওয়া শ্রমিককে দেখানো হয়েছে। আলো থেকে সুরক্ষার জন্য তার চোখ বাঁধা ছিল। রোববার (২৪ জানুয়ারি) তাকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেসময় তিনি ‘অত্যন্ত দুর্বল’ ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

মোট ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। খনিতে আটকে পড়া অন্য ১০ জন শ্রমিকের অবস্থা এখনো জানা যায়নি। তবে উদ্ধারকাজ অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।