ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে বার্লিনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
চীনের বিরুদ্ধে বার্লিনের অভিযোগ

বার্লিং অভিযোগ করেছে, দুই বছর আগে শহরে গণতন্ত্রপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে জার্মানিতে থাকা হংকংয়ের একটিভিস্টদের ভয় দেখানোর চেষ্টা করেছে চীন।  

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আইন প্রণেতাকে লেখা চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠিটি মঙ্গলবার প্রকাশিত হয়েচে।  

সংসদের মানবাধিকার কমিটির প্রধান গিদে জেনসেনের কাছে পাঠানো এই চিঠি মানবাধিকার নিয়ে চীনের প্রতি আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

চিঠিতে ১৭ আগস্ট, ২০১৯ তারিখে হামবুর্গে হংকং-এর একটিভিস্টদের সমর্থনে একটি প্রতিবাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে চীনা সরকারপন্থী বিক্ষোভকারীরা অংশগ্রহণকারীদের ‘সম্ভবত ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে’ ছবি তুলেছে।

এতে বলা হয়েছে, হংকং থেকে প্রায় ৭২০ জন লোকের জার্মানিতে রেসিডেন্সি পারমিট আছে।

উদারপন্থী এফডিপি দলের একজন সদস্য জেনসেন রয়টার্সকে বলেন, জার্মান সরকার উপলব্ধি করেছে যে চীনা সরকারের লোকজন নির্বাসিত হংকংবাসীদের জন্য হুমকি হতে পারে।

তিনি বলেন, আমি দুর্ভাগ্যবশত সন্দিহান যে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো যে পদ্ধতি ব্যবহার করেছে তা কার্যকরভাবে ক্ষতিগ্রস্তদের রক্ষা করার জন্য যথেষ্ট।

বার্লিনে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।