ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের তরুণদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ১, ২০২১
জম্মু-কাশ্মীরের তরুণদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে সেনা

জম্মু-কাশ্মীরের তরুণদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী বারামুলা জেলায় ‘কোম্পানি কমান্ডারের সাথে একদিন’ নামে একটি গণ প্রচার কর্মসূচি পালন করেছে।  

এই অনুষ্ঠানের সময় আশপাশের এলাকার মানুষ সেনা ছাউনি পরিদর্শন এবং তাদের জীবন সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।

 

এছাড়া শিশুদের জন্য মিউজিক্যাল চেয়ার, বল থেকে গ্লাস ঢালা, যুদ্ধের টাগ ইত্যাদি খেলার আয়োজন করা হয়। শিশুরা আন্তরিকভাবে সকল অনুষ্ঠানে অত্যন্ত উৎসাহ এবং উৎসাহের সাথে অংশ নেয়।  

কর্মসূচিতে অংশ নেওয়া এক এলাকাবাসী বলেন, আজ আমরা সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং শিশুরা অনেক খেলেছে। মজার সময় কেটেছে। এটি সেনাবাহিনী এবং স্থানীয়দের মধ্যে একটি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবে। আমি এই ধরনের কর্মসূচির প্রশংসা করছি। আশা করি ভবিষ্যতেও এমনটা হবে।  

সাঈদ ইরফান নামের এক শিশু অংশগ্রহণকারী বলে, আমি খুবই আনন্দিত। আমরা জেলার অন্যান্য শিশুদের সাথে কাবাডি খেলেছি। সেনাবাহিনী এর আগে এমন অনেক অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে আমি কাবাডি, ফুটবল এবং হকি খেলেছি।

সে জানায়, বড় হয়ে সে একজন আর্মি কমান্ডার হতে চান। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।