ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মার্চ ১২, ২০২১
চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারির পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, চার কর্মকর্তা এবং একটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারির বিষয়ে সম্মত হয়েছে ইইউ।

কূটনীতিকরা জানিয়েছেন, ১৯৮৯ সালের তিয়ানআনমেন স্কোয়ার অভিযানের পর ইইউ এই প্রথমবারের মতো চীনের ওপর এমন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে।

জিনজিয়াংয়ে উইগুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে চীন। এরইমধ্যে সেখানে চীনের আচরণকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশকিছু দেশ। এছাড়া হংকং ও তাইওয়ানের সঙ্গে চীনের আচরণ সমালোচিত হচ্ছে।

অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদ ফ্রিজ করাসহ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মার্চের শেষের দিকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে হবে বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার পরই কর্মকর্তাদের নাম প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।