আফগানিস্তানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের আনতে গেল কাতার এয়ারওয়েজ। মার্কিন সেনা প্রত্যাহারের পর এই ধরনের ফ্লাইট এটাই প্রথম পরিচালিত হলো।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের নাগরিকসহ বিভিন্ন দেশের কয়েক ডজন আন্তর্জাতিক যাত্রী নিয়ে কাবুল থেকে প্রথম ফ্লাইটে উড়ে এলো।
চার্টার্ড ফ্লাইটের প্রথমটি বৃহস্পতিবার (০৯ সেপেম্বর) সফলভাবে দেশটির রাজধানী দোহায় অবতরণ করেছে। দ্বিতীয় ফ্লাইটটি আসবে শুক্রবার।
মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের পর কাতার এ উদ্যোগ নিয়েছে। কয়েকশত আফগান নাগরিক যারা মার্কিন সেনাদের সহায়তা করতো তারাও গত মাসে যেতে পারেননি।
১১৩ জন যাত্রীর মধ্যে বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ফ্লাইট পরিচালনার জন্য বিভিন্ন দেশ কাতারকে ধন্যবাদ জানিয়েছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, এদের মধ্যে ১৩ জন ব্রিটিশ নাগরিক। সকলেই নিরাপদে দোহা পৌঁছেছে। তাই কাতারকে তিনি ধন্যবাদ জানান।
বিদেশিদের মধ্যে নিজেদের ১৩ যাত্রী রয়েছে জানিয়ে কাতারকে ধন্যবাদ দেন ডাচ পররাষ্ট্র মন্ত্রী সিগরিদ কাগও।
১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলে সে মাসেই মার্কিন সেনারা পুরোপুরিভাবে ফিরে যায়।
আফগানসহ ১ লাখ ২৪হাজারের বেশি বিদেশি তালেবানদের ভয়ে দেশ ছাড়ে। কাতারের ফ্লাইট পরিচালনার আগে প্রায় ১শ মার্কিন নাগরিক দেশটিতে আটকা পড়েছিল বলে ধারণা করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ইইউডি/এমএমএস