ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ১০০ বেওয়ারিশ কুকুরকে মাটিচাপা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ভারতে ১০০ বেওয়ারিশ কুকুরকে মাটিচাপা

ভারতের কর্ণাটক রাজ্যে বিষ খাইয়ে কমপক্ষে ১০০ বেওয়ারিশ কুকুরকে মেরে ফেলা হয়েছে।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর কর্ণাটক রাজ্যের শিবমগা জেলায় শতাধিক বেওয়ারিশ কুকুরকে বিষ খাইয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। আর নিষ্ঠুর এ ঘটনাটি ঘটেছে জেলার ভদ্রবতী তালুক এলাকায়।

এ ঘটনায় গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে শিবমগা পুলিশ। একটি মামলাও হয়েছে পঞ্চায়েতের বিরুদ্ধে।

ধারণা করা হচ্ছে, এর মধ্যে বেশ কয়েকটি জীবিত কুকুরকে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জেলার প্রাণী উদ্ধার কর্মীরা যে স্থানে কুকুরগুলোকে মাটিচাপা দেওয়া হয়েছে, সেটি পরিদর্শন করেছেন। পরে পশু চিকিৎসক ও পুলিশ সদস্যদের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

এর আগে রাজ্যের হাসান জেলায় ১৫০ বানরকে মেরে ফেলা হয়, যা কর্ণাটক হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।