ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৪৬ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৪৬ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৬৬৭ জন।  

এই সময়ে করোনায় মারা গেছেন ৪৬ লাখ ২৯ হাজার ৭২৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৫৬৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৬৮২ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৯৮৯ জন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।