রাশিয়ার কাছ থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কেনার পরিকল্পনা করছে বেলারুশ সরকার। এর মধ্যে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাশিয়া সফর করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সেই সফরের পর অস্ত্র কেনার পরিকল্পনার কথা জানান তিনি।
লেকোশেঙ্কো বলেন, ‘আমি রাশিয়ার নেতৃত্ব, সামরিক এবং প্রতিরক্ষা শিল্পের প্রতি কৃতজ্ঞ এ জন্য যে, তারা আমাকে অস্ত্র বিক্রির ব্যাপারে একটি পরিপূর্ণ তালিকা দিতে সম্মত হয়েছে। ২০২৫ সালের মধ্যে এসব অস্ত্র কেনা হবে। ’
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সফরে গিয়ে অস্ত্র কেনার বিষয়ে পরিকল্পনা করেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। কয়েক ডজন বিমান কেনার কথাও রয়েছে। এরই মধ্যে কয়েকটি বিমান বেলারুশে পৌঁছে গেছে।
কয়েক ডজন হেলিকপ্টার, টিওআর-এমটু কেনা হবে। তবে গোপনীয় হওয়ায় সবগুলো অস্ত্রের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
জেএইচটি