ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১২ কোটির লটারি জিতে পাল্টে গেল অটোচালকের জীবন!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
১২ কোটির লটারি জিতে পাল্টে গেল অটোচালকের জীবন! জয়পালান পি আর

লটারির টিকিট বিক্রি হয়েছিল ৫৪ লাখ। তাদের মধ্যে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন জয়পালান পি আর নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

সেই পুরস্কারের মূল্য ১২ কোটি রুপি।  

১০ সেপ্টেম্বর সেই লটারির টিকিট কেটেছিলেন ভারতের কেরালা রাজ্যের মারাডুর জয়পালান। সোমবার (২০ সেপ্টেম্বর) লটারির ফলাফল ঘোষণা করা হয়। ফল দেখতে গিয়ে জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। এরপর ভাগ্যে পাল্টে যায় তার।  

সংবাদ সংস্থা পিটিআইকে অটোচালক জয়পালান বলেন, আমার লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভালো লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ বিষয়ে কারও পরামর্শ নেইনি।
 
ত্রিপুনীথুরা থেকে ‘ওনাম বাম্পার লটারি’র টিকিটটি কেটেছিলেন জয়পালান। রোববার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেন।  

জানা যায়, লটারির প্রথম পুরস্কার ছিল ১২ কোটি। তবে জয়ী জয়পালন পাবেন ৭ কোটি রুপি।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।