ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘে এসে করোনা আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
জাতিসংঘে এসে করোনা আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সমাবেশে যোগ দেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা।

ব্রাজিল সরকার মঙ্গলবার বলেছে, কুইরোগা করোনা টিকা নিয়েছেন।

 

জাতিসংঘের বার্ষিক সমাবেশের ৭৬তম অধিবেশনে নিউ ইয়র্কে পৌঁছানোর পর ব্রাজিল প্রতিনিধি দলের আরও এক সদস্য করোনা আক্রান্ত হন।  

এ ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।  

কারণ বোলসোনারোর সঙ্গেই এসেছেন কুইরোগা। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন।  

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো গত বছর করোনা আক্রান্ত হয়ে সঙ্কটময় অবস্থা থেকে বেঁচে ফেরেন।

ব্রাজিলের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিনিধি দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। সবারই নেগেটিভ ফল এসেছে। আর স্বাস্থ্যমন্ত্রী কুইরোগা ভালো আছেন।  

বোলসোনারো করোনা মহামারির শুরু থেকেই বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে সমালোচিত। আক্রান্ত হলেও তিনি এখনও টিকা নেননি। বিশ্বনেতাদের জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য টিকার প্রমাণপত্র দেখানোর শর্ত জুড়ে দেয় নিউ ইয়র্ক সিটি। এতে তিনি বিরক্ত হন। তার বক্তব্য, তিনি যেহেতু করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাই তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে।  

জাতিসংঘ পরে এই শর্ত শিথিল করে দেয়।  

বোলসোনারো বলেছেন, তিনি টিকার বিরোধী নন। কিন্তু করোনাকালের বিধিনিষেধের বিরোধী। কারণ এটা অর্থনীতি ধ্বংস করে দেয়। দেশের শেষ নাগরিক হিসেবে তিনি টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।