ভারতের হিমাচল প্রদেশের দুর্গম এলাকা কিন্নরে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন ১৭ জন পর্বতারোহী। জানা গেছে, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বন দপ্তর।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কিন্নরের এক সরকারি কর্মকর্তা জানান, ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে কিন্নরের উদ্দেশে রওনা দেয় পর্বতারোহীদের দলটি। কিন্তু ১৭ থেকে ১৯ অক্টোবরের মধ্যে লামখাগা গিরিপথের কাছে নিখোঁজ হয়ে যান তারা।
তারা কোনে দেশের নাগরিক এটা নিশ্চিত হওয়া যায়নি।
এরই মধ্যে নিখোঁজের ব্যাপারে খবর দেওয়া হয়েছে ভারত-তিব্বত সীমান্ত পুলিশকেও। তারাও তল্লাশি অভিযানে সাহায্য করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, এই গিরিপথের মাধ্যমে কিন্নর থেকে উত্তরাখণ্ডের হর্ষিল যাওয়া যায়। ভারতের কঠিন গিরিপথগুলোর মধ্যে এটি অন্যতম।
কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক এ ব্যাপারে বলেন, ঘটনার খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে পুলিশ ও বন দপ্তর। দুর্গম এলাকায় তল্লাশির জন্য ভারত তিব্বত সীমান্ত পুলিশের কাছেও সাহায্য চায় প্রশাসন। তারাও তল্লাশি অভিযানে সাহায্য করছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআইএস