ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, নভেম্বর ২, ২০২১
ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কম্পটির রিখটার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এ ভূমিকম্পের পর দেশটিতে এখনো কোনো সুনামি সতর্কতা জারি করে হয়নি।

স্থানীয় সময় সোমবার (০১ নভেম্বর) দেশটির সুমাত্রা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬ কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল)। এ কম্পটি সিনাব্যাং শহর থেকে ২শ ৫৫ কিলোমিটার দক্ষিণে আঘাত হেনেছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।