ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেই বাংলাদেশের নাম

৬৩ দেশের জন্য ভ্রমণের দরজা খুলল থাইল্যান্ড 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
৬৩ দেশের জন্য ভ্রমণের দরজা খুলল থাইল্যান্ড 

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকার পর ৬০ টির বেশি দেশের টিকা গ্রহণকারী মানুষের জন্য ভ্রমণের দরজা খুলল থাইল্যান্ড। সারা বিশ্বের বেশ কয়েক হাজার পর্যটক সোমবার দেশটিতে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছিল।

রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।  

ফলে রাজধানী ব্যাংককের বিমানবন্দরে বাড়ছে পর্যটকদের ভিড়৷ বিশেষ করে ইউরোপের শীত এড়িয়ে থাইল্যান্ডের বিভিন্ন দ্বীপের উষ্ণ প্রকৃতির বুকে সময় কাটাতে আগ্রহীদের ভিড়টা খুব চোখে পড়ার মতো৷

জানা গেছে, কম ঝুঁকিপূর্ণ ৬৩ দেশের টিকা নেওয়া নাগরিকদের থাইল্যান্ডে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। এর মধ্য দিয়ে দেশটির পর্যটন খাতে পুরনো চাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের ধারণা, বছরে প্রায় দেড় কোটির মতো পর্যটকের সমাগম ঘটতে পারে থাইল্যান্ডে। এতে তিন হাজার কোটি ডলারের মতো রাজস্ব আসবে।
তবে ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬৩ দেশের তালিকায় স্থান করতে পারেনি বাংলাদেশ।

এদিকে পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে করোনা সংক্রমণের গতি কমেছে। রেকর্ড সংখ্যক টিকা দেওয়া হয়েছে। কিন্তু থাই সরকার কোনো কিছুকেই আমলে নেয়নি। কর্মকর্তারা বলছেন, কূটনৈতিকভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা চলছে। হয়তো আগামী মাসে এর ফল পাওয়া যাবে। অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে কোয়ারেন্টিনের শর্ত শিথিল হবে।

থাই সরকার ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬৩ দেশের যে তালিকা করেছে সেখানে বাংলাদেশের নাম না থাকলেও দক্ষিণ এশিয়ার ৪টি দেশ স্থান পেয়েছে। দেশগুলো হলো- ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

করোনাভাইরাস মহামারির জন্য থাইল্যান্ডে এখনো বেশ কিছু বিধি-নিষেধ চলছে। সেখানে দুই ডোজ টিকা পেয়েছে ৪২ শতাংশ মানুষ। এখনো প্রতিদিন ১০ হাজারের মতো রোগী শনাক্ত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ০২,২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।