ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনের পালমা দ্বীপের অগ্ন্যুৎপাত, পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
স্পেনের পালমা দ্বীপের অগ্ন্যুৎপাত, পালাচ্ছে মানুষ সংগৃহীত ছবি

প্রায় দুই মাস ধরে অব্যাহত রয়েছে স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। জীবন বাঁচাতে এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন স্থানীয়রা।

 

আগুনের তীব্রতার কারণে আটলান্টিক মহাসাগরের কাছাকাছি ২০ হাজার একরের বেশি এলাকাজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে শতশত বাড়িঘর, স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।  

বিশ্লেষকরা বলছেন, লাভা, দূষিত কণা ও ছাইয়ের কারণে লা পালমা দ্বীপের যে ভূ-প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, অগ্ন্যুৎপাত থেমে গেলেও দীর্ঘদিন এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে।  

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্য ও গবেষক ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই অঞ্চলে।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।