ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুধ না দেওয়ায় মহিষ নিয়ে থানায় কৃষক

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
দুধ না দেওয়ায় মহিষ নিয়ে থানায় কৃষক

ভারতের মধ্যপ্রদেশে দুধ না দেওয়ায় মহিষ নিয়ে থানায় হাজির হয়েছেন বাবুলাল যাদব (৪৫) নামে এক কৃষক। তার অভিযোগ, মহিষটিকে জাদুটোনা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

রোববার (১৪ নভেম্বর) ভারতে সরকারি বার্তা সংস্থা পিটিআই থেকে এ তথ্য জানা যায়।

এদিকে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, শনিবার নয়াগাঁও গ্রামের ওই কৃষক থানায় গিয়ে পুলিশের সহায়তা চাইছেন।

বার্তা সংস্থা পিটিআইকে ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) অরবিন্দ শাহ বলেছেন, কৃষক যাদব শনিবার একটি অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি বলেছেন- কয়েক দিন হলো তার একটি মহিষ দুধ সংগ্রহে বাধা দিচ্ছে। গ্রামের কিছু মানুষ তাকে জানিয়েছেন পশুটিকে কেউ জাদুটোনা করেছে। সে জন্য মহিষটি এমন আচরণ করছে।

অরবিন্দ শাহ বলেন, এমন অভিযোগ দিয়ে প্রায় চার ঘণ্টা পর ওই কৃষক আবার থানায় যান। এবার সঙ্গে নিয়ে যান মহিষটি। পরে মহিষের চিকিৎসায় পশুচিকিৎসক দিয়ে সহায়তা করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর রোববার সকাল থেকে আবার মহিষটি দুধ দিতে শুরু করেছে। এতে খুশি হয়ে কৃষক আবার থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

তার বিশ্বাস পুলিশের কারণে তার মহিষ দুধ দেওয়া শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।