ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রসববেদনা নিয়ে সাইকেল চালিয়ে হাসপাতালে এমপি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
প্রসববেদনা নিয়ে সাইকেল চালিয়ে হাসপাতালে এমপি

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিয়েছেন নিউজিল্যান্ড পার্লামেন্টের একজন নারী সদস্যা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের ওই সদস্যের নাম জুলি অ্যানি জেন্টার। নিউজিল্যান্ডের স্থানীয় সময় রোববার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্ম দেওয়ার আগে বাড়ি থেকে প্রসববেদনা সহ্য করেই সাইকেল চালিয়ে হাসপাতালে গেছেন তিনি।  

এর আগে প্রথম সন্তানের জন্ম দিতেও একইভাবে হাসপাতালে গিয়েছিলেন এই আইনপ্রণেতা।  

সন্তান জন্মের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জুলি। তার এমন সাহসী উদ্যোগের ঘটনা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ফেসবুক স্ট্যাটাসে তিনি খেলেন, ‘রোববার ভোর ৩টায় আমাদের পরিবারে নতুন অতিথি এসেছে। বাড়ি থেকে যখন বের হই, বেশ যন্ত্রণা হচ্ছিল। ভাবছিলাম, হাসপাতালে পৌঁছাতে পারব কি না। কিন্তু ১০ মিনিট দেরি হলেও পৌঁছে গিয়েছিলাম হাসপাতালে। সন্তান ও আমি ভালো আছি। ’  

জুলি বলেন, সত্যিকার অর্থে এভাবে পরিশ্রম করে সাইকেল চালানোর পরিকল্পনা আমার ছিল না। কিন্তু এটি ঘটেছে।  

বাংলাদেশে সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।