লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ দিবেইবাহকে হত্যাচেষ্টা করা হয়েছে। তবে অল্পের জন্য তিনি বেঁচে গেছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আবদুলহামিদ দিবেইবাহের গাড়িবহরে হামলা চালায় বন্দুকধারীরা। এই হামলায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি বাড়িতে ফিরেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীতের একটি গুলি প্রধানমন্ত্রীর গাড়ির উইন্ডস্ক্রিনে ঢুকে যায়। তবে তিনি ও তার গাড়িচালক অক্ষত অবস্থায় বেঁচে যান।
এ ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। লিবিয়ার প্রধান প্রসিকিউটর হামলার তদন্ত শুরু করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
লিবিয়ার ক্ষমতা দখল নিয়ে তীব্র বিরোধ চলছে। এই বিরোধের মধ্যেই ২০২১ সালে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে আবদুলহামিদ দিবেইবাহকে মনোনীত করা হয়। এর মধ্যেই এমন হামলার ঘটনা ঘটল।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
জেএইচটি