কলকাতা: বাবরি মসজিদ নিয়ে ২৪ সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ রায় সামনে রেখে উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরটির সর্বত্রই এখন এক চাপা উত্তেজনা।
রাম জানকী ট্রাস্টের রাস্তার ওপর একটি চায়ের দোকানের মালিক রঘুবীর শাউ বাংলানিউজকে বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা আর পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে যা বের হচ্ছে তাতে আমাদের মধ্যে ভয় আরো বাড়ছে। কী যে হবে জানি না। ’
এদিকে অযোধ্যা জুড়ে নাশকতার আশঙ্কায় ব্যাপক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনারা অযোধ্যার বিভিন্ন সড়কে ফ্যাগ মার্চ করছে।
আবাসিক হোটেল গুলির অবস্থা আরো খারাপ। এরই মধ্যে পর্যটক আসা কমে গেছে এই হোটেলগুলিতে।
অন্যদিকে, দিল্লির জামে মসজিদের সামনে হামলার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কমনওয়েলথ গেমস নিয়ে আতঙ্ক তীব্রতর হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে হুঁসিয়ারি দেওয়া হয়েছে, ফের জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয় নাগরিকদের সর্তক করে দেওয়া হয়েছে ভারতে অবস্থান করার সময়।
অপর দিকে, নয়াদিল্লির পর কলকাতাতেও জারি করা হল রেড অ্যালার্ট। রোববার রাতে জরুরি বৈঠকের পর কলকাতা পুলিশ মহানগরীর সবগুলো থানাকে সর্তক করে দিয়েছে। শহরের নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, কালিঘাট মন্দির সহ গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সব সরকারি স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কলকাতা বিমান বন্দর, মেট্রো রেল স্টেশনসহ শিয়ালদহ ও হাওড়া স্টেশনে অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ ও গোয়েন্দা বাহিনীর বিশেষ টিম।
কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার জাভেদ শামিম বাংলানিউজকে জানান, বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা কোন ঝুঁিক নিতে চাইনা।
ঠিক একই ভাবে ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বাইতে সর্তকতা জারি করা হয়েছে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে কড়া নজরদারি। মুম্বাই উপকূলে টহল দিচ্ছে ভারতীয় কোস্ট গার্ডের স্পিড বোট।
ভারতীয় সময়: ২০৩৯ ঘন্টা, ২০ সেপ্টেম্বর, ২০১০