ঢাকা: নাইজেরিয়ায় একটি গির্জায় আত্মঘাতি গাড়ি বোমা হামলায় তিন জন নিহত ও কমপক্ষে দশ জন আহত হয়েছে। রোববার সকালে দেশটির অন্যতম প্রধান শহর জশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার খুব ভোরে হামলাকারী তার গাড়ি নিয়ে গির্জাটিতে ঢুকে পড়ে। এসময় সে গির্জা কম্পাউন্ডের ভেতরে বোমাটির বিস্ফোরণ ঘটায়। একজন প্রার্থনাকারী জানান, হামলায় নিহত তিন জনই গির্জায় সকালের প্রার্থনায় অংশ নিতে এসেছিলো।
এখনো এ হামলার দায় কেউ স্বীকার না করলেও এর জন্য দেশটির কট্টরপন্থি ইসলামী দল বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে।
দলটি বেশ কিছুদিন ধরেই নাইজেরিয়াকে ইসলামী রাষ্ট হিসেবে গঠনের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
গত বছর বড়দিনে দলটির করা বোমা হামলায় দেশটিতে কমপক্ষে ৪০ জন নিহত হয়। এছাড়া ২০১০ সালেও তাদের প্রায় একই ধরনের হামলায় ৮০ জন নিহত হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২