ঢাকা: আগামীকালই হয়তো হতে যাচ্ছে নেপালের ৭২ বছর বয়সী চন্দ্র বাহাদুর ডানগির জীবনে সবচেয়ে স্বরণীয় দিন। কারণ মাত্র ২২ ইঞ্চি উচ্চতার ডানগিকে হয়তো সোমবারই আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে পৃথিবীর সবচেয়ে খর্বকায় মানব হিসেবে স্বীকার করে নেয়া হবে।
ডানগি ইতিমধ্যেই এজন্য তার গ্রাম ছেড়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এসে পৌছেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলছেন, তারা ইতিমধ্যে ডানগির উচ্চতার মাপ নিয়েছেন। এবং সে হিসেবে তিনি এর আগের সবচেয়ে খর্বকায় মানুষ হিসেবে রেকর্ড করা ফিলিপাইনের অধিবাসী ২৩.৫ ইঞ্চি জুনরে বালাউইংকে পেছনে ফেলবেন।
ডানগির বাড়ি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ডাং জেলার রিমকোহলি গ্রামে। গিনেস বুকে নাম উঠা প্রসঙ্গে ডানগি তার অনুভুতি জানাতে গিয়ে বলেন, পৃথিবীর সবচেয়ে খর্বকায় মানুষ হিসেবে তার নাম প্রস্তাব করায় তিনি আনন্দিত। এছাড়া তার শরীরের এই অস্বাভাবিক বিকৃতি প্রসঙ্গে ডানগি জানান এর জন্য তিনি কখনো কোন ওষুধ খান নি বা কখনো ডাত্তারেরও সরণাপন্ন হননি।
ডানগিরা মোট আট ভাইবোন। তারমধ্যে সবচেয়ে বড়ভাই তাদের পরিবারের দেখভাল করেন। তবে মাত্র ১৬ বছর বয়সে মা বাবাকে হারানোয় এখন আর তাদের কথা মনে পড়ে না বলেও যানগি জানান। তার মত অন্য পাঁচ ভাইয়ের মধ্যে তিন জনের উচ্চতাও মাত্র চার ফুট। তবে দুই বোন ও বাকি ভাইয়েরা স্বাভাবিক উচ্চতার বলে তিনি জানান।
ডানগি স্বাভাবিক মানুষের মতই বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন। তার বিশ্বাস, যদি আগামীকাল নামটা গিনেস বুকে উঠেই যায় তাহলে তার সামনে সারা বিশ্বে ঘুরে বেড়ানোর দারুণ সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, যা হচ্ছে আমার মনে হয় ভালোই হচ্ছে। আশা করি আমি সারা বিশ্বে বিখ্যাত হয়ে যাবো। আমি পৃথিবীর নতুন নতুন দেশে ভ্রমন করতে চাই এবং নতুন নতুন মানুষের সাথে মিশতে চাই।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২