ঢাকা: বিশ্বের সব শক্তিধর ও প্রভাবশালী দেশকে পেছনে ফেলে সবচেয়ে ধনী দেশ হওয়ার সম্মান পেল কাতার। যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস বিশ্বের ১৮২টি দেশে সমীক্ষা চালিয়ে ধনবান দেশের যে তালিকা তৈরি করে তাতে প্রথমে রয়েছে মধ্যপ্রাচ্যের প্রায় ১৭ লাখ জনসংখ্যার এই দেশ।
তেল ভাণ্ডার আর প্রাকৃতিক গ্যাসের সৌজন্যেই কাতারের ভাগ্যে এই সম্মান জুটল। কাতারের মাথাপিছু আয় ৮৮ হাজার ২২২ মার্কিন ডলার (প্রায় ৭৪ লাখ টাকা)।
দেশের লোকের ক্রয়ক্ষমতা, জিডিপি, মাথাপিছু আয় এইসব বিষয়ের উপর চুলচেরা বিশ্লেষণের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে ফোর্বস। কাতার বিশ্ব অর্থনীতিতে বেশ কয়েক বছর ধরেই সামনের সারিতে আছে।
বিশ্বের ধনবান শিল্পপতিদের অনেকের বাস এই দেশে। দেশের রাজধানী দোহায় আকাশচুম্বি বাড়িগুলো তো সবার চোখ ধাঁধিয়ে দেয়। ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পাওয়ার পর, কাতার এখন ২০২০ অলিম্পিকের আয়োজক হওয়ার দৌড়ে আছে। এতেও বোঝা যায় অর্থনৈতিক ভীত কতটা শক্ত রাজতান্ত্রিক ব্যবস্থার এই দেশের।
কাতারের পরেই ধনবান দেশের এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গ, মাথাপিছু আয় ৮১ হাজার ৪৬৬ ডলার। তৃতীয় স্থানে এশিয়ার সিঙ্গাপুর, মাথাপিছু আয় ৫৬ হাজার ৬৯৪ ডলার। তালিকায় প্রথম দশে এরপর রয়েছে যথাক্রমে নরওয়ে (মাথাপিছু আয় ৫১,৯৫৯ ডলার), ব্রুনেই (৪৮,৩৩৩), সংযুক্ত আরব আমিরাত (৪৭,৪৩৯), যুক্তরাষ্ট্র (৪৬,৮৬০), হংকং (৪৫,৯৪৪), সুইৎজারল্যান্ড (৪৩,৯৫০) ও নেদারল্যান্ডস (৪০,৯৭৩)।
তালিকায় একেবারে শেষের দিকে আফ্রিকার দ্রারিদ্র ক্লিষ্ট দেশ লাইবেরিয়া, বুরুন্ডি ও কঙ্গো।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২