ঢাকা: কোরআন পোড়ানো নিয়ে আফগানিস্তানে চলমান সহিংসতায় আবার ন্যাটো ঘাটিতে হামলা করেছে বিক্ষোভকারীরা। রোববার দেশটির কুন্দুজ প্রদেশে অবস্থিত ন্যাটো ঘাটিতে গ্রেনেড হামলা চালানো হয়।
হামলায় এখন পর্যন্ত ৭ আমেরিকান সামরিক প্রশিক্ষক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার কুন্দুজের প্রাদেশিক পুলিশ প্রধান সামিউল্লাহ কাটরা এ হামলার খবর নিশ্চিত করেছেন। এছাড়া ন্যাটোর সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিস্টেন্স ফোর্সও (আইএসএএফ) তাদের ঘাটির বহিরাংশে বিস্ফোরণের খবর স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি কুন্দুজের মার্কিন বিমান ঘাটিতে কোরআন পোড়ানো নিয়ে আফগানিস্তানে বিক্ষোভ শুরু হয়। চলমান বিক্ষোভে এ পর্যন্ত দুই উচ্চপদস্থ ন্যাটো কর্মকর্তাসহ ৩০ জন নিহত হয়েছে। সর্বশেষ শনিবার ন্যাটো দেশটির সমস্ত মন্ত্রণালয় থেকে নিরাপত্তা উপদেষ্টাদের প্রত্যাহারের ঘোষণা দেয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২