ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ফেব্রুয়ারি ২৬, ২০১২
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ম্যান্ডেলা

ঢাকা: পেটের সমস্যার যাবতিয় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত ও বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। রোববার দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা করা হয়।



দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে জানানো হয়, ৯৩ বছর বয়স্ক ম্যান্ডেলার অবস্থা এখন সন্তোষজনক রয়েছে। এরআগে অবশ্য দেশটির কর্মকতরা জানিয়েছিলেন পেটের সমস্যার জন্য ম্যান্ডেলাকে অস্ত্রপচার করা হতে পারে। কিন্তু পরবর্তিতে ম্যান্ডেলা সুস্থ বোধ করলে তা আবার নাকচ করা হয়। এরবদলে তার তলপেটে ডাক্তাররা ছোট ক্যামেরা ঢুকিয়ে ভেতরের অবস্থা ডাক্তাররা পর্যবেক্ষণ করেন। এবং তার অস্ত্রপচারের প্রয়োজন নেই বলে মত দেন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা জনগণকে ম্যান্ডেলার জন্য অব্যাহত শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।