মস্কো: রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা।
প্রধানমন্ত্রী পুতিনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত গোয়েন্দা সংস্থা ‘সিক্রেট সার্ভিস’।
আগামী ৪ মার্চ রাশিয়ায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই হত্যাষড়যন্ত্র করা হয় বলে জানায় রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী পুতিন নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন।
সোমবার আটক দুই ব্যক্তিকে টেলিভিশন চ্যানেলটিতে উপস্থিত করে বলা হয়, তারা চেচেন বিদ্রোহী নেতা ডকু ওমারভের নির্দেশনায় হত্যা পরিকল্পনায় জড়িত ছিলেন।
দাবি করা হচ্ছে, ইউক্রেনের বন্দর নগরী ওডেসাতে এই হত্যা পরিকল্পনা চূড়ান্ত করা হয়। পরিকল্পনা অনুযায়ী মস্কোতে পুতিনের ওপর হামলা চালানোর কথা ছিলো।
তবে হত্যা পরিকল্পনা সম্বন্ধে বিস্তারিত আর কিছু জানায়নি কর্তৃপক্ষ। শুধু প্রধানমন্ত্রী পুতিনের একজন সহযোগী এর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।
প্রেসিডেন্ট পুতিন ১৯৯৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। রুশ সংবিধান অনুয়ায়ী পর পর দু’মেয়াদের বেশি এক পদে থাকা যায় না বলে তৎকালীন প্রধানমন্ত্রী পাভেল মেদভেদেভকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছিলেন।
তবে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ায় রাশিয়ার অনেকে পুতিনে ওপর ক্ষুব্ধ। সম্প্রতি তার বিরুদ্ধে কয়েক দফা বিক্ষোভও হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২